চীনের হেনান প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ৩৮ জন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সিনহুয়ার খবরে বলা হয়- সোমবার রাতে হেনানের লুশান কাউন্টির পিংদিংশান শহরের অবস্থিত ব্যক্তিমালিকানাধীন কানগ্লেইউয়ান বৃদ্ধাশ্রমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে উদ্ধার তৎপরতা চলছিল।
পৃথিবীর সর্বাধিক জনসংখ্যার দেশ চীনে বয়স্কদের সংখ্যা বাড়ছে। জনসংখ্যাতাত্ত্বিকদের মতে, কঠোর জন্মনিয়ন্ত্রণ নীতির কারণে দেশটিতে বয়স্কদের সংখ্যা বাড়তে থাকায় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।
চীনের রাষ্ট্রীয় তথ্যমতে, ২০৩০ সালের মধ্যে দেশটিতে ৬০ বছরের বেশি বয়সের নাগরিক মোট জনসংখ্যার ২৫ শতাংশ ছাড়িয়ে যাবে।