পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও আরও একজন আহত হয়েছেন।
সোমবার দেশটির রাজধানী বামাকোর বিমান বন্দর থেকে গাড়িতে করে দক্ষিণাঞ্চলে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের সত্যতা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে নিশ্চিত করা হয়েছে। আইএসপিআরের এক কর্মকর্তা জানান, নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর নাম নীলকান্ত হাজং। সোমবার স্থানীয় সময় রাত সাতটার দিকে এ হামলা চালানো হয়। এতে সিরাজুল ইসলাম নামে আরেক বাংরাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন।
মালির নিরাপত্তা সূত্র জানায়, সোমবার রাতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর গাড়িতে থাকা ওই দুই বাংলাদেশির ওপর হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। হামলাকারীদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাটিকে সন্ত্রাস কার্যকলাপ বলে উল্লেখ করা হয়েছে।
শান্তিরক্ষা বাহিনীর নিহত সদস্য বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছেন মালির জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘মিনসুমার’ এক সদস্য।
বর্তমানে চালু থাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোর মধ্যে মালির মিনসুমা মিশনকে সবচেয়ে বিপজ্জনক মনে করা হয়। দেশটিতে প্রায়ই শান্তিরক্ষা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত এ মালিতে ৪০ জনের বেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।
রাজধানী বামাকোতে শান্তিরক্ষা বাহিনীর ওপর হামলা বিরল। তবে সোমবারের হামলার মাত্র পাঁচ দিন আগে বামাকোর ফাসুকানু এলাকায় জাতিসংঘের এক ভবনে হামরা চালায় সন্ত্রাসীরা।
মালির উত্তরাঞ্চলীয় মরুভূমি এলাকায় তুয়ারেগ বিদ্রোহীদের সঙ্গে প্রায়ই ফরাসি নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর লড়াই হয়।
Řàj Đîp liked this on Facebook.
Jamshed Sujan liked this on Facebook.
Shaikh Azzad liked this on Facebook.
Sadeq Hasan Mridha liked this on Facebook.
Shahinur Rahman liked this on Facebook.