বোনকে দেওয়া কথা রাখলেন সালমান!

বোন অর্পিতাকে দেওয়া কথা রাখলেন সালমান। হিমাচলে ছোট বোনের বিবাহোত্তর সংবর্ধনায় স্বশরীরে উপস্থিত হলেন বলিউড দাবাং সালমান খান। আর যেনতেন ভাবে নয়, দলবল, সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির হলেন তিনি!

জানা গেছে, বিয়ের পর প্রথমবার নিজের স্বামীর বাড়ি গেলেন সালমানের বোন অর্পিতা, আর এ উপলক্ষে বিশাল বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলো স্বামীর পরিবার। আর তা একেবারে হিমাচল প্রদেশের মান্দিতে! সালমান এখানে আসছেন শুনে আগে থেকেই রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষা করছিল। সালমানও নেতার ভঙ্গিমায় এমনভাবে হাত নেড়ে তাদের জবাব দিলেন, যেন সাক্ষাৎ দেশের রাষ্ট্রপতি!

গত বছরের নভেম্বর মাসে সালমান খানের ছোট বোন অর্পিতা খান আয়ুশ শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আয়ুশ শর্মার বাবা অনিল শর্মা হলেন হিমাচল প্রদেশ পঞ্চায়েতের রাজমন্ত্রী। অর্পিতার বিয়ে উপলক্ষে মুম্বাই ও হায়দ্রাবাদের জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অর্পিতার বড় ভাই সালমান খান। বিয়ের সব অনুষ্ঠানে শাহরুখ খান, আমির খান, ক্যাটরিনা কাইফের মত তারকাদের উপস্থিতি ছিল দেখার মত।

উল্লেখ্য, সম্প্রতি ২০০২ সালে হিট-অ্যান্ড-রান মামলায় সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ হয় এবং হাইকোর্টের রায়ে তা স্থগিত করা হয়।

৩ thoughts on “বোনকে দেওয়া কথা রাখলেন সালমান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *