দুর্নীতির দায়ে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্টকে ৮ মাসের সাজা

দুর্নীতির দায়ে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে ৮ মাসের কারাদ- দিয়েছে দেশটির একটি আদালত। যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে দেড় লাখ ডলার নেয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এতে ২০০৬-০৯ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা ওলমার্টের রাজনৈতিক জীবনেরও অবসান ঘটে। তবে ২০১২ সালে এ অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল। কিন্তু পরে ওই অভিযোগসংশ্লিষ্ট আরও নথিপত্র প্রকাশ হওয়ার পর পুনরায় বিচারের আদেশ দেয়া হয়। পুনঃবিচারে মার্চে তিনি দোষী সাব্যস্ত হন। এবার তার সাজার রায় ঘোষণা করা হলো।

এ খবর জানিয়েছে অনলাইন বিবিসি। প্রকাশিত নথিপত্রে দেখা যায়, ওলমার্ট ইসরায়েলের বাণিজ্য ও শিল্পমন্ত্রী থাকাকালে ২০০০ সালের দিকে ওই উৎকোচ গ্রহণ করেছিলেন। রায় ঘোষণার পর তার আইনজীবীরা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। প্রসঙ্গত, ২০১৪ সালে অন্য একটি ঘুষ গ্রহণের মামলায় তার ছয় বছরের কারাদ- হয়েছিল। সে রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন তিনি। ১৯৯০-র দশকে জেরুজালেমের মেয়র থাকাকালে আবাসন প্রকল্পের একটি চুক্তি করতে ওই ঘুষ গ্রহণ করেছিলেন তিনি। তবে নিজেকে সবসময়ই ‘নির্দোষ’ দাবি করে আসছেন ওলমার্ট। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘নিষ্ঠুর ও ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

আতিক / প্রবাস

২ thoughts on “দুর্নীতির দায়ে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্টকে ৮ মাসের সাজা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *