মিয়ানমার যাচ্ছে। গত শুক্রবার মিয়ানমারের সমুদ্র উপকূলে দুটি বোট থেকে উদ্ধারকৃত ২০৮ অভিবাসীর জাতীয়তা শনাক্তের লক্ষ্যে তারা মিয়ানমার যাচ্ছেন বলে নিশ্চিত করা হয়েছে। মানব পাচারের শিকার এ মানুষগুলো বাংলাদেশী বলে দাবি করা হচ্ছে। এ দাবির মুখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১১ সদস্যের প্রতিনিধি দলটিকে মিয়ানমারে পাঠানোর ঘোষণা দেয়া হলো। উদ্ধারকৃতরা বাংলাদেশী কিনা, তা যাচাই করবে প্রতিনিধি দলটি। ১১ সদস্যের দলটির নেতৃত্ব দেবেন কর্নেল কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সেক্টর কমান্ডার কর্নেল খালিকুজ্জামান। তিনি বলেন, আমরা মিয়ানমারের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন মিয়ানমার কর্তৃপক্ষের সবুজ সঙ্কেতের অপেক্ষায় আছি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত অভিবাসীদের বিষয়ে বিজিবির সঙ্গে এরই মধ্যে তাদের যোগাযোগ হয়েছে। গত শুক্রবার মিয়ানমারের সমুদ্রে যে ২০৮ জনকে উদ্ধার করা হয়, তারা বাংলাদেশের নাগরিক বলে আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে। এদিকে মিয়ানমার বলেছে, তাদের ‘দ্রুত’ বাংলাদেশে ফিরিয়ে দেয়া হবে। আজ বিজিবি কর্মকর্তা খালিকুজ্জামান বলেন, মিয়ানমার কর্তৃপক্ষকে একটি গতকাল রাতে একটি চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে নিপীড়ন ও নির্যাতন থেকে রেহাই পেতে হাজার হাজার রোহিঙ্গা ও উন্নত জীবিকার আশায় বাংলাদেশী অভিবাসী সমুদ্রপথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন। আর তা এমন ভয়াবহ পর্যায়ে উন্নীত হয়েছে যে, সমুদ্র পথে বিদেশ পাড়ি দেয়ার ক্ষেত্রে ভিয়েতনাম যুদ্ধের পর এটা সর্ববৃহৎ আঞ্চলিক মাইগ্রেশন (দেশান্তর) হিসেবে চিহ্নিত হয়েছে।
আতিক/ প্রবাস
Md Fahad Abdullah liked this on Facebook.
Ahamed Alam liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Abdul Kuddus Mizi liked this on Facebook.
Zul Afros liked this on Facebook.