ঢাকা: অবশেষে আলোচিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করেছে সরকার। দু-এক দিনের মধ্যে গেজেট প্রকাশ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। একের পর এক লেখক ও ব্লগারদের হত্যা করে আলোচনায় আসে সংগঠনটি।
২০১৩ সালে গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা ও ব্লগার রাজীব হায়দারকে হত্যার মধ্য দিয়ে আলোচনায় আসে আনসারুল্লাহ বাংলা টিম।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিজিৎ রায়, মার্চে ওয়াশিকুর রহমান, মে’তে অনন্ত বিজয় দাশকে হত্যার দায় স্বীকার করে আল-কায়দার অনুসারী এই জঙ্গিগোষ্ঠী। সম্প্রতি দশ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায় আনসারুল্লাহ।
এ অবস্থায় গেলো সপ্তাহে আনসারুল্লাহ বাংলাকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় পুলিশ। রবিবার অনুমোদন পায় সে-ই প্রস্তাব। এ নিয়ে দেশে ছয়টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ হলো।
জঙ্গি কার্যক্রম ঠেকাতে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
২০০৫ সালে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার পর জেএমবি, হুজিসহ চারটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে সরকার। ২০০৯ সালে নিষিদ্ধ হয় হিজবুত তাহরীর।
Mahbub Samol liked this on Facebook.
Sohag Rana liked this on Facebook.
Singer Boy Tanvir liked this on Facebook.
Ilias Talukder Jcd liked this on Facebook.