মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তসংলগ্ন মালয়েশিয়ার পেরলিস রাজ্যের পেদাং ও ওয়াং কেলিয়ান অঞ্চলের জঙ্গলে ৩০টি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ, যাতে শত শত মানুষের লাশ রয়েছে। একটি কবর থেকে প্রায় ১০০টি লাশ উদ্ধার করা হয়েছে বলে মালয়েশিয়ার স্টার পত্রিকার খবরে বলা হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদি বলছেন, এসব গণকবরে মানবপাচারের শিকার হওয়া অভিবাসীদের লাশ রয়েছে বলেই তার ধারণা। তবে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করবেন পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর। মানবপাচার ও গণকবর দেয়ার সাথে জড়িত সন্দেহে পুলিশ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী ও বিদেশীকে গ্রেফতার করেছে। আরো গণকবরের সন্ধানে নিকটবর্তী এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। মালয়েশিয়ার ভেতরে এই প্রথম গণকবর পাওয়া গেল। খবর বিবিসি ও রয়টার্স।
রোববার মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে পেরলিস রাজ্যের সীমান্ত এলাকার জঙ্গলে এসব গণকবর পাওয়া যায়। এগুলোতে বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েক শ’ মানুষের লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মালয় মেইল অনলাইনের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস জানিয়েছে, এর আগে থাইল্যান্ডের সঙ্খলায় যে গণকবরগুলো পাওয়া যায়, তার সাথে মালয়েশিয়ায় নতুন পাওয়া এ গণকবরগুলোর সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হচ্ছে। থাই কর্তৃপ ওই গণকবর থেকে ২৬টি লাশ উদ্ধার করেছিল। ওই লাশগুলো মানবপাচারের শিকার হওয়া বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গাদের বলে মনে করা হয়।
মালয়েশিয়ার সীমান্তে গণকবরের সন্ধান লাভের পর মানবপাচারের সাথে জড়িত সন্দেহে কয়েকজন বিদেশী নাগরিক ও স্থানীয় গ্রামীবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ওয়াং কেলিয়ান অঞ্চলের কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। পর্যটন ব্যবসায় ধস নামায় তারা বিকল্প রোজগারের পথ খুঁজছিলেন বলে পুলিশ জানিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের অভিযান চলছে। আমরা আরো গণকবরের সন্ধান ও আশ্রয়শিবিরের প্রমাণ পাবো বলে ধারণা করছি।
মালয়েশিয়ান মিডিয়ার খবরে বলা হয়, শুক্রবার বিকেলে বুকিত আমান থেকে পুলিশ কমান্ডো ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ ও ফরেনসিক টিমের অনেক গাড়ি সীমান্ত শহর পাদাং বেসার থেকে আসতে দেখা গেছে। পাদাং বেসার জেলা পুলিশ সদর দফতরে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘গণকবরের অবস্থান একটি সংরতি এলাকায়, যেখানে সাধারণ নাগরিকেরা প্রবেশ করতে পারে না। পুলিশ স্থানটি ঘেরাও করে রেখেছে। এটি একটি পাহাড়ি এলাকা।’ একজন গ্রামবাসী বলেছেন, ‘সম্ভবত পাদাং বেসারে গণকবরের সন্ধান পাওয়া গেছে। শুধু থাইল্যান্ডে নয়, অভিবাসীরা এখানেও কোথাও মরে থাকতে পারে।’
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদি বলেন. তারা এই গণকবরের সন্ধান পেয়ে স্তম্ভিত হয়েছেন। বিবিসিকে তিনি বলেন, থাই-মালয়েশিয়া সীমান্তে মোট ১৪টি বড় আকারের শিবির এবং তিনটি ছোট শিবিরের সন্ধান পাওয়া গেছে। এগুলো অন্তত পাঁচ বছর ধরে চালু ছিল বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিশেষ বাহিনী এবং সিভিল ডিফেন্স ফোর্স ওই গণকবরগুলোর সন্ধান পায়, যা এখন পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা যাচাই করার চেষ্টা করছেন। এই গণকবরগুলো অভিবাসী পাচারের কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত বলেই ধারণা করা হচ্ছে।
বিবিসির সংবাদদাতা মাইকেল ব্রিস্টো জানান, এসব লাশ মিয়ানমার ও বাংলাদেশ থেকে অবৈধ পথে অভিবাসী হওয়া লোকদের বলেই মনে করা হচ্ছে। গত বেশ কিছু দিন ধরে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার উপকূলে কয়েক হাজার অভিবাসী বহনকারী নৌকা ভাসছে। এসব দেশের কর্তৃপ এদের তীরে নামতে না দেয়ায় ওই নৌকাগুলোর আরোহীরা খাবার ও পানির তীব্র অভাবের মধ্যে দিন কাটাচ্ছে। তবে এই মানবিক সঙ্কট নিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হওয়ার পর গত সপ্তাহে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই অভিবাসীদের সাময়িকভাবে আশ্রয় দিতে রাজি হয়
Bilal Hasan liked this on Facebook.
Sadeq Hasan Mridha liked this on Facebook.
Sirajul Huque liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.