অ্যান্ড্রয়েড ফোনের তথ্য মুছে ফেললে কী হয়?

অ্যান্ড্রয়েড ফোনের ‘ফ্যাক্টরি রিসেট’ অপশন ব্যবহার করে আগের সব ডাটা মুছে ফেলে ভাবছেন, ‘যাক বাঁচা গেলো’। না। অতোটা নিশ্চিন্ত থাকতে পারছেন না আর।‘ফ্যাক্টরি রিসেট’ অপশন ব্যবহার করে মুছে ফেলা ডাটা বা তথ্য চিরতরে মুছে যায় না বলে জানিয়েছে কেমব্রীজ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগ।

এক গবেষণায় তারা দেখিয়েছে ফোন মেমোরির তথ্য মুছে দিতে রিসেট অপশন ব্যবহারের পরেও থেকে যায় অনেক ডাটা। এমনকি একটি রিসেট দেয়া অ্যান্ড্রয়েড ফোন থেকে সাবেক ব্যবহারকারীর ইমেইল অ্যাকাউন্টেও ঢুকতে পেরেছেন গবেষকরা।

অ্যান্ড্রয়েড ২ পয়েন্ট ৩ এবং ৪ পয়েন্ট ৩ ভার্সনের ২১ ব্যবহৃত ফোন সেটে গবেষণা করে দেখা যায় ‘ফ্যাক্টরি রিসেট’ দেয়ার পরও সেগুলোতে ব্যবহারকারীর তথ্য রয়ে গেছে। এমনকি তারা এক ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্টেও ঢুকতে পেরেছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞদের এই গবেষণা অনুযায়ি ঝুঁকির মধ্যে আছে ৫০ কোটিরও বেশি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট।

হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া মোবাইলটির তথ্য দূর থেকে মুছে দেয়ার বহুল ব্যবহৃত পন্থাটিও এখন আর নিরাপদ নয় দেখা যাচ্ছে।

রাজ / প্রবাস নিউজ

One thought on “অ্যান্ড্রয়েড ফোনের তথ্য মুছে ফেললে কী হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *