রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটি বিতর্কিত আইন অনুমোদন করেছেন যার ফলে সরকার হুমকি মনে করলে, যেকোনো বিদেশী সংস্থাকে রাশিয়ায় নিষিদ্ধ করতে পারবে।
অনেকেই অভিযোগ করছেন, বিরোধীদের দমন করতে এটি সরকারের আরেকটি হাতিয়ার হয়ে উঠতে যাচ্ছে।
আইনে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তার জন্যে হুমকি বা ঝুঁকি হয়ে উঠতে পারে, এমন যেকোনো বিদেশী সংস্থা বন্ধ করে দিতে পারবে সরকার। পাশাপাশি তাদের অর্থদণ্ড বা কারাদণ্ডও দেয়া যাবে। ওই সংস্থার সব সম্পদও বাজেয়াপ্ত করা হবে।
যারা সেইসব সংস্থায় কাজ করবেন, তাদের ছয় বছর পর্যন্ত কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে।
আইনটির সমর্থকরা বলছেন, এর ফলে রাশিয়ায় বিদেশী হস্তক্ষেপের রাস্তা বন্ধ হবে।
তবে আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছেন, এই কঠোর আইনের ফলে সিভিল সোসাইটিরই গলা বন্ধ করে ধরা হলো।
হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, তাদের লক্ষ্য করেই এরকম আইন তৈরি করা হয়েছে বলে তাদের মনে হচ্ছে।
অনেকেই অভিযোগ করছেন, এই আইন বিরোধীদের দমনের কাজে ব্যবহার করা হতে পারে।
২০১২ সাল থেকেই রাশিয়ায় রাজনীতির সাথে জড়িত বেসরকারি সংস্থাগুলো নানারকম বিধিনিষেধের মুখোমুখি হচ্ছে। বিদেশী সংস্থাগুলোকে রাশিয়ায় বিদেশী প্রতিনিধি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। বিবিসি।
Md Azizul liked this on Facebook.
Jashim Uddin liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Mohammad Kofil liked this on Facebook.
মোহাম্মদ হাছান liked this on Facebook.