লক্ষ্মীপুরে রামগঞ্জে প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ আদায় করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেলেন ছাত্রলীগের তিন নেতা। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুর ইউনিয়নের রামনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদেরকে প্রবাসী আবুল খায়েরের চাঁদাবাজির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ছাত্রলীগের ওই তিন নেতা হলেন- উপজেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক সজীব হোসেন, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরাফাত হোসেন সজল ও উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য ফারুক হোসেন।
তবে স্থানীয় ছাত্রলীগ নেতারা এটাকে ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। তাদের দাবি, এমপির সঙ্গে বিরোধের জেরে ওসিকে দিয়ে তিনি নেতাদের গ্রেফতার করিয়েছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের রামনগর এতিমখানার সামনে থেকে ওই গ্রামের আমিন উল্যাহর ছেলে প্রবাসী আবুল খায়েরকে অস্ত্রের মুখে তুলে নিয়ে দেওয়ান বাড়ির পরিত্যক্ত স্থানে আটক রাখেন ছাত্রলীগের ওই তিন নেতা। আবুল খায়েরের কাছে তারা ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। আবুল খায়ের বৃহস্পতিবার দুপুরে টাকা দেওয়ার কথা স্বীকার করে ছাড়া পান। সেই অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে রামনগর মসজিদের সামনে মুক্তিপণের টাকা নেওয়া জন্য আসেন ওই ছাত্রলীগ নেতারা। ঘটনাটি থানা পুলিশকে জানালে তারা আগে থেকে ওই স্থানে অবস্থান নেয়। টাকা নেওয়ার সময় সজীব হোসেন, আরাফাত হোসেন সজল ও ফারুক হোসেনকে আটক করে পুলিশ।
ওসি মো. সোলায়মান চৌধুরী জানান এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আতিক/প্রবাস
Mahbub Samol liked this on Facebook.
মোহাম্মদ হাছান liked this on Facebook.
Md Manik Howladar liked this on Facebook.
Md Abdullah Hilton liked this on Facebook.
Elias Ali Prodhania liked this on Facebook.
MD Razak liked this on Facebook.