বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াড ঘোষণার আগে মাশরাফি বিন মুর্তজার মাথায় হয়তো এই উক্তিই বারবার ঘুরছিল। কেননা চারদিকে একটা গুঞ্জন বেশ চাউর হয়েছিল, বাংলাদেশ সফরে আসছেন না কোহলি-ধোনির মতো তারকারা। এতে মাশরাফির মনটা বেজায় খারাপ ছিল, এটা বলার অপেক্ষা রাখে না।
কয়েক দিন আগে বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের প্রত্যাশার কথা জানিয়েছিলেন টাইগার-দলপতি। বলেছিলেন, ‘আসন্ন সিরিজে পূর্ণ শক্তির ভারতকেই চাই আমরা।’
অবশেষে মাশরাফির কথাই সত্যি হলো। গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। সেই স্কোয়াডে আছেন ধোনি-কোহলিসহ ভারতের প্রত্যাশিত সব ক্রিকেটারই। এতে মাশরাফির মন আপাতত ভালো হয়ে যাওয়ারই কথা।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি বিন মুর্তজা। সেখানেই ভারতের স্কোয়াড নিয়ে নিজের সন্তুষ্টির কথা বলেন টাইগার দলনেতা, ‘আমি প্রত্যাশা করেছিলাম, ভারত পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসবে। বিশ্বকাপে যারা খেলেছে, তারাই বাংলাদেশে আসছে। চোটের কারণে দলে জায়গা হয়নি শুধু মোহাম্মদ শামির। আমি মনে করি, ভারতের দ্বিতীয় সারির দলও অনেকটা শক্তিশালী। তবে কোনো সিরিজে চ্যালেঞ্জটা বেড়ে যায় তখনই, আপনি যখন পূর্ণ শক্তির দলের বিপক্ষে লড়বেন।’
ভারতকে সমীহ করে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘আপনি খেয়াল করবেন, টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ কিন্তু বিশ্বমানের। তাদের বিপক্ষে ভালো করতে আমাদের বোলারদের বড়সড় একটি চ্যালেঞ্জ নিতে হবে। এই সিরিজটা আমাদের জন্য মোটেই সহজ হবে না। তবে আমরাও সেই চ্যালেঞ্জ নিতে পারব বলে আত্মবিশ্বাসী।’
দেখা যাক, পাকিস্তানের মতো ভারতকেও নাকানিচুবানি দিতে পারেন কি না মাশরাফি-মুশফিকরা। সেটা করতে বাস্তবে প্রমাণ দিতে হলে নিজেদের সেরাটাই উজাড় করে দিতে হবে টাইগারদের। আসন্ন সিরিজে বাংলাদেশ ভালো খেলবে, এমন আশায়ই বুক বেঁধে আছেন ভক্তরা।
আতিক/প্রবাস
Mahbub Samol liked this on Facebook.
মোহাম্মদ হাছান liked this on Facebook.
Mohammad Kofil liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.