বর্তমান সরকার সকল মানুষের সমর্থনের সরকার নয় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘বর্তমান সংসদ চোরাবলির ওপর দাঁড়িয়ে রয়েছে।’
তিনি শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকীর আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন।
বিএনপির আন্দোলন সম্পর্কে মাহবুবুর রহমান বলেন, ‘আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। দেশের সব দলের অংশগ্রহণে এবং আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।’
তিনি বলেন, বাংলাদেশ আজকে পথ হারিয়েছে। যখন ঘোর অন্ধকার থাকে, তখন কোনো কিছুই দেখা যায় না। কখন সূর্য উঠবে, তার ঠিক নাই। এ রকম পরিস্থিতিতে ধ্রুব তারাকে অনুসরণ করে পথ চলতে হয়। আজকে দেশের এই অন্ধকার সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের পথ দেখাবে।
বিএনপির এই নেতা বলেন, ‘জিয়াউর রহমানই সত্যিকারের নেতা। আধুনিক আদর্শ বাংলাদেশের নীতি কি হওয়া উচিত, তিনি তা ঠিক করেছিলেন।’
বিদেশিদের ওপর নির্ভর না করার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আত্মবিশ্বাস অর্জন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোরদের মাহবুবুর রহমান বলেন, চূড়ান্ত বিশ্লেষণে পৃথিবীটা তোমাদের। কারণ আগামীতে এই পৃথিবীটা তোমরাই নেতৃত্ব দিবে।
কাজী নজরুলের চেতনা ঠিক মত ধারণ করার আহবান জানিয়ে তিনি বলেন, জিয়া কাজী নজরুলকে জাতীয় কবির সম্মান দিয়েছিলেন।
জিয়া শিশু কিশোর মেলার আহবায়ক জাহাঙ্গীর আলম শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান,তথ্য ও গবেষনা সম্পাদক বিএনপি হাবিবুর রহমান হাবিব,জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম,জিয়া শিশু কিশোর মেলার সদস্য সচিব খালেদ এনাম মুন্না, সদ্য কারামুক্ত জেড ফোর্স ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কে, এস, হোসেন টমাস, ছাত্রদল নেত্রী আরিফা সুলতানা রুমা, কাজী আনোয়ার হোসেন আনু, তারেক কবির, দপ্তর সম্পাদক নাসিমুল গনি খান,মজিবুর রহমান দিপু প্রমুখ।
আলোচনা শেষে শুরু হয় শিশু কিশোরদের নিয়ে নজরুল সঙ্গীত, পল্লীগীতি, দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা এতে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কন্ঠশিল্পী- মনির খান, জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকার মুন্সি ওয়াদুদ, গীতিকার,সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু, গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী জাকির হোসেন আখের, কন্ঠশিল্পী শেখ মহসিন,এবং নজরুল সংগীত শিল্পী এফ,এম,ইয়ামিনুল হাসান মিন্টু।
জিখান/প্রবাসনিউজ২৪.কম
One thought on “জিয়াউর রহমান কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির সম্মান দিয়েছিলেন- মাহবুবুর রহমান”