প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমরাস্ত্র কারখানার সক্ষমতা বাড়িয়ে দেশেই নতুন যুদ্ধাস্ত্র উৎপাদন করা হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা জরুরি।’
তিনি বলেন, ‘আমাদের দুটি প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রেখেছি। আবার একই সঙ্গে দুই দেশের বিরুদ্ধে মামলা করে জয়লাভ করেছি। এটা আমাদের কূটনৈতিক সাফল্য।`