জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলচ্চিত্র সংসদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় স্বীকৃত বর্তমান কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে তারা।
জানা যায়, চলচ্চিত্র সংসদের প্রধান উপদেষ্টাসহ বর্তমান কমিটিকে উপেক্ষা করে বুধবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় ব্যাচের (বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক কে এম রফিকুল ইসলাম এবং প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূর মোস্তফা রাহুল নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে নতুন কমিটি ঘোষণা করেন।
এ ছাড়া ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলচ্চিত্র সংসদ ও ফটোগ্রাফিক সোসাইটির কার্যালয়টি তাদের নামে বরাদ্দ দিয়েছে বলে তারা দাবি করেন। বুধবার বেলা ১১টার দিকে রফিকুল ও রাহুলসহ ছাত্রলীগ পরিচয় প্রদানকারী কয়েকজন অবকাশ ভবনের চলচ্চিত্র সংসদের কার্যালয় থেকে চলচ্চিত্র সংসদের কর্মীদের বের করে দেন। কার্যালয়টি দখল করে তালা লাগিয়ে দেন রফিকুল ও রাহুল। এ সময় তারা চলচ্চিত্র সংসদের কর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলেও অভিযোগ উঠেছে। এ ছাড়া সংগঠনটির নামও পরিবর্তন করতে চেয়েছেন তারা।
এদিকে চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর মে মাসে চলচ্চিত্র সংসদের ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর অনুমোদন দিয়েছে। এ কমিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ কয়েকটি বড় অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার চলচ্চিত্র সংসদের নতুন সদস্য পদ প্রদানের জন্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ পরস্থিতিতে তা স্থগিত করতে হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন কমিটি গঠন এবং কার্যালয় বরাদ্দ দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চলচ্চিত্র সংসদকে কোনো নোটিশ দেওয়া হয়নি। এ ঘটনায় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে উপাচার্য বরাবর অভিযোগপত্র দেওয়া হয়েছে।
চলচ্চিত্র সংসদের অভিযোগ, ছাত্রলীগ পরিচয়ধারীরা চলচ্চিত্র সংসদের আলমারির তালা ভেঙে চলচ্চিত্র সংসদের ফান্ডের টাকাসহ সব গুরুত্বপূর্ণ নথিপত্র, একটি ক্যামেরা, বিগত সব প্রোগ্রামের ফাইল লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে চলচ্চিত্র সংসদের প্রধান উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান জুনায়েদ হালিম বলেন, ‘ছাত্রলীগের পরিচয় দিয়ে চলচ্চিত্র সংসদকে হেয় করা মানায় না। রাহুল নামের ওই ছেলেকে কখনও চলচ্চিত্র সংসদ দেখিনি।’
জবি চলচ্চিত্র সংসদের বর্তমান কমিটির নেতারা বলেন, ‘আমরা খুব শঙ্কিত। যাদের চিনি না, জানি না, তারাই গায়ের জোরে আমাদের বের করে দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এ প্রসঙ্গে জবি চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক পাভেল বিশ্বাস বলেন, ‘বর্তমান কমিটির মেয়াদ আরো দুই মাস রয়েছে। এর মধ্যেই এরকম ঘটনা ন্যাক্কারজনক।’
এ ব্যাপারে ছাত্রলীগের জবি শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূর মোস্তফা রাহুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি চলচ্চিত্র সংসদের কার্যালয়টি সিলগালা করে দিয়েছে।
One thought on “জবির চলচ্চিত্র সংসদে ছাত্রলীগের তালা, নেতা-কর্মীদের নিয়ে কমিটি ঘোষণা”