ঢাকা: দল পুনর্গঠন করতে হলে বিএনপির কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির মাধ্যমে খালেদা জিয়া ও তারেককে বাদ দিতে দলটিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে হাছান বলেন, ‘সারাদেশে বিএনপির কমিটি বিলুপ্ত করে লাভ নেই। দয়া করে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করুন। ধ্বংসের নেত্রী খালেদাকে সরান, তারেক রহমানকে সরান, তাহলেই বিএনপির পুনর্গঠন হবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে সাবেক এই বনমন্ত্রী বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এলেও খালেদা জিয়া দেখা করেননি। আর এখন মোদি না আসতেই তাকে বিএনপি স্বাগত জানাচ্ছে। এটা গরু মেরে জুতা দান।’
সুশীল সমাজের সমালোচনা করে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘পৃথিবীর কোনো সরকার জঙ্গিদের সঙ্গে আলোচনা করে না। আর বাংলাদেশে যারা বিএনপি-জামায়াত জঙ্গিদের সঙ্গে আলোচনার কথা বলেন, তারা গণতন্ত্রকে হত্যা করতে চান। দেশকে অকার্যকর করতে চান।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এমএ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
Amar mone hoche hasan mahmud b n p te jug dear paytra korse
Classic Rahman liked this on Facebook.
Jashim Uddin liked this on Facebook.