ভারতের মুম্বাইয়ের একটি ডায়মন্ড কোম্পানির সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে চাকরি থেকে বঞ্চিত করা হল এমবিএ পাস এক যুবককে। চাকরিবঞ্চিত ওই উচ্চশিক্ষিত যুবকের নাম জিশান আলী খান।
জিশান আলী খান নামে ওই যুবক ডায়মন্ড কোম্পানি হরেকৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডে চাকরির জন্য গত ১৯ মে আবেদন করেছিলেন। কিন্তু ওই কোম্পানি তাকে প্রত্যাখ্যান করেছে।
কোম্পানির পক্ষ থেকে জিশানের আবেদন করার ২০ মিনিটের মধ্যে ই-মেইল পাঠিয়ে জানিয়ে দেয়া হয়েছে, ‘আপনার আবেদন করার জন্য ধন্যবাদ। কিন্তু আমরা আপনাকে চাকরি দিতে পারব না, কারণ আমরা মুসলিমদের চাকরি দেইনা। জিশান অবশ্য এ ঘটনা সোশ্যাল সাইটে ফাঁস করতেই বিভিন্নমহল থেকে ওই কোম্পানির বিরুদ্ধে তীব্র সমালোচনা ও নিন্দা করা হয়েছে।
জিশান বলেছে, ‘আমি আমার বন্ধুদের সঙ্গে ডায়মন্ড কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলাম। কিন্তু আবেদনের ২০ মিনিট বাদেই কোম্পানি থেকে মেইল পাঠিয়ে বলা হয়, কোনো মুসলিমকে চাকরি দেয়া হয় না!’
জিশান বলেছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের আগে বিভিন্ন সমাবেশে ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর কথা বলেছেন। কিন্তু যদি বড় কোম্পানিতে ধর্ম নিয়ে ভেদাভেদ থাকে তাহলে দেশ কিভাবে এগিয়ে যাবে?’
জিশানের বাবা আলী আহমদ বলেছেন, ‘আমরা কখনো ভাবিনি এ রকম ভেদাভেদের মুখোমুখি হতে হবে আমাদের। আমরা কোম্পানির নীতিকে নিন্দা করছি, যারা মুসলিমদের কাজ করার অনুমতি দেয় না।’
এই ঘটনার নিন্দা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাখভি বলেছেন, ‘যদি এ রকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা অন্যায়। চাকরিতে অযোগ্য ঘোষণা করতে ধর্ম কোনো মাপকাঠি হতে পারে না।’
এদিকে, জাতীয় সংখ্যালঘু কমিশনের পক্ষ থেকে এই ঘটনার তদন্তের আদেশ দেয়া হয়েছে।
অন্যদিকে, আজ (বৃহস্পতিবার) মুম্বাই পুলিশের পক্ষ থেকে ওই কোম্পানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিভিন্নমহল থেকে প্রতিক্রিয়া আসার পর অবশ্য ওই কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ওই ইমেইলটি এক প্রশিক্ষণে থাকা কর্মী ভুল করে পাঠিয়েছে। ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ করা হয় না বলেও অভিযুক্ত ওই কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
জিশান আলী খান অবশ্য বলেছেন, ‘আমি জীবনে কখনো এ রকম কোম্পানিতে কাজ করব না। এ ঘটনায় আমার মনোবল ভেঙে গেছে।
আতিক/প্রবাস
Md Manik Howladar liked this on Facebook.
Ashik Pria liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Aman Ullah liked this on Facebook.
Md Kamrul Md Kamrul liked this on Facebook.
Shoaib Molla liked this on Facebook.
Mahabub Alam liked this on Facebook.
Fazlul Haque liked this on Facebook.