ইসরাইলে নিক্ষেপের জন্য ৮০ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুতঃইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া সাফাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলে নিক্ষেপের জন্য ৮০ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।

গতরাতে তিনি এক টিভি সাক্ষাৎকারে আরও বলেছেন, ইহুদিবাদীরা আমাদের জন্য কোনো সামরিক সমস্যা সৃষ্টি করতে পারবে না। আমেরিকার সাবমেরিনগুলোর তৎপরতা পুরোপুরি ইরানের পর্যবেক্ষণে রয়েছে বলেও তিনি জানান।

জেনারেল সাফাভি বলেন, শক্তিধর ইরান যে কোনো আগ্রাসনের দাঁতভাঙা ও অকল্পনীয় জবাব দেবে। তিনি বলেন, আক্রান্ত হলে মিত্রদের সহযোগিতায় ইরান ইহুদিবাদী ইসরাইলের হাইফা ও তেল আবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারবে। তিনি আরও বলেন- ইরান সামরিক দিক থেকে এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমাদের সঙ্গে লড়াই করার পর্যায়ে তারা নেই।

আতিক/প্রবাস

১৩ thoughts on “ইসরাইলে নিক্ষেপের জন্য ৮০ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুতঃইরান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *