ইরাকের আনবার প্রদেশের গভর্নরের মুখপাত্র মুহাম্মদ হাইমুর বলেছেন, রামাদি শহরে কট্টরপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ে বেসামরিক নাগরিক ও ইরাকি সেনাসহ এ পর্যন্ত প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছেন। এদিকে রামাদি থেকে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন ৮ হাজার মানুষ। গত শুক্রবার চূড়ান্ত পর্যায়ে রামাদি দখলে নিতে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গত ৩ দিনে শহরটিতে এ সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন।
আহত হয়েছেন বহু মানুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। মুহাম্মদ হাইমুর বলেছেন, আমাদের কাছে নির্ভুল কোন গণনা এখনও নেই। তবে ৫০০ জন নিহত হওয়া ও ৮ হাজার মানুষ পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
গত এপ্রিলে রামাদি থেকে ১ লাখ ১৪ হাজার বাসিন্দা পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলেন। এদিকে আসন্ন পরাজয়ের মুখে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি সেনাদের নিরাপত্তা চৌকি ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন।
আতিক/প্রবাস
Mizanur Rahaman liked this on Facebook.
Jashim Uddin liked this on Facebook.
Mohammad Kofil liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.