জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে “জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদের উদ্দেগে সংগীত প্রতিযোগিতা ২০১৫ ও আলোচনা সভা আগামীকাল ২২শে মে সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন-
লে: জে: অব: মাহবুবুর রহমান, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি বিএনপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন –
জনাব শওকত মাহমুদ- বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা,
এ্যডভোকেট আহমেদ আজম খান- বিএনপি চেয়ারপার্সন এর উপদেস্টা,
জনাব হাবিবুর রহমান হাবিব- তথ্য ও গবেষনা সম্পাদক বিএনপি,
জনাবা রাহিজা খানম ঝুনু- ২১শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী।
সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত থাকিবেন-
জাতীয় পুরস্কার প্রাপ্ত কন্ঠশিল্পী- মনির খান,
জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকার মুন্সি ওয়াদুদ বীরমুক্তিযোদ্ধা,
বিশিস্ট গীতিকার,সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু,
বিশিস্ট গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী জাকির হোসেন আখের,
কন্ঠশিল্পী শেখ মহসিন, কন্ঠশিল্পী লায়লুন নাহার রেখা এবং
নজরুল সংগীত শিল্পী এফ,এম,ইয়ামিনুল হাসান মিন্টু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম শিকদার, আহবায়ক জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদ।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম
One thought on “আগামীকাল জিয়া শিশু কিশোর মেলার সঙ্গীত উৎসব”