পরিবেশ দূষণ: আরসি কোলার উৎপাদন বন্ধ

গাজীপুরের বাহাদুরপুর এলাকার পারটেক্স গ্রুপের কোমল পানীয় আরসি কোলার বর্জ্যে পরিবেশ দূষণের দায়ে উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরিবেশ দূষণের বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।

বুধবার দুপুরে সরেজমিনে পরিদর্শন করে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্র জানায়, কোমল পানীয় আরসি কোলার কারখানার বর্জ্যে আশপাশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকার কৃষি জমিসহ জীব বৈচিত্র ও মানবিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় পরিবেশ দূষণের সত্যতা পাওয়ায় পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা সাজিদ আনোয়ার, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সোনিয়া সুলতানাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, পরিবেশ দূষণের বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *