বড় দিনকে সামনে রেখে চীনে কুকুর খাওয়ার উৎসব

চীনের অধিবাসীরা গ্রীষ্মের সবচেয়ে বড় দিন উদ্যাপনের লক্ষ্যে কুকুর জবাই ও খাওয়া শুরু করেছে। দক্ষিণ চীনের ইউলিন শহরে গত সপ্তাহ থেকে এই কুকুর খাওয়ার উৎসব শুরু হয়েছে।

বার্তা সংস্থা ডেইলি মেইল অনলাইনের এক খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, আগামী ২১ জুন বিশ্বের সবচেয়ে বড় দিনকে সামনে রেখে তারা এই উৎসবের আয়োজন করেছে। এদিকে দেশটির প্রাণী অধিকার বিষয়ক সংস্থা একসাথে এতগুলো কুকুর জবাইয়ের তীব্র নিন্দা জানিয়েছে।

ইউলিন সম্প্রদায় শীতের সময় সুস্থ থাকার জন্য প্রতিবছর গ্রীষ্মের সবচেয়ে বড় দিনকে সামনে রেখে কুকুর খাওয়ার উৎসবের আয়োজন করে। তাদের ধারণা কুকুর খেলে শীতের সময় বিভিন্ন রোগ-ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। তবে তাদের এই ধারণার কোনো বাস্তব ভিত্তি নেই।11168186_751240568328362_4911624062437990251_n

এদিকে ইউলিন প্রদেশ প্রধান বলেন, এই উৎসবের কোনো আইনি ভিত্তি নেই।

অন্যদিকে চীনা স্বাস্থ্য সংস্থা বলছে, কুকুর খেলে রোগ মুক্তি নয় বরং রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা এই কুকুরগুলো রোগমুক্ত কিনা তা পরীক্ষা না করেই জবাই করা হচ্ছে।

৮ thoughts on “বড় দিনকে সামনে রেখে চীনে কুকুর খাওয়ার উৎসব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *