রামগঞ্জে মুখোশধারীদের হামলা ১০ জন গুলিবিদ্ধ,আহত ৩০

লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার লামচর গ্রামে ১৯-০৫-১৫ মঙ্গলবার সন্ধা ৯ টার সময় হঠাৎ করে কিছু মুখোশধারী সন্ত্রাসীর হামলার শিকার হয় লামচর স্কুলের প্রধান শিক্ষক সহ অন্তত ৩০ থেকে ৩৫ জন সাধারন জনতা।
আমাদের কন্ঠস্বর প্রতিনিধির কাছ থেকে যানা যায়,তারা হঠাৎ করে এই সন্ত্রাসী কর্মকান্ড চালায় কোন কারন ছাড়াই।তারা প্রথমে এসেই লামচর বাজারে এলোপাথাড়ি গুলি চালায়।এতে প্রায় ১৫ জন গুলিবিদ্ধ হয় এদের মধ্যে মাষ্টার সেলিম,নুরুল ইসলাম,দয়াল,শরীফ,রুবেল,মামুন অন্যতম।বাজার থেকে তারা যায় লামচর স্কুলের প্রধান শিক্ষক মাষ্টার সেলিমের বাড়ী।সেখানে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর করে ও মাষ্টার সেলিম কে লক্ষ করে গুলি চালায়।এতে তার এক কানের কিছু অংশ আঘাত প্রাপ্ত হয়।পরে সবাইকে স্থনীয় লোক জন রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায় আশংকা জনক অবস্থায়।গুরুতর অবস্থায় কয়েকজন রয়েছে চাটখিল ও নোয়াখালী সরকারি হাসপাতালে। এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এই হামলার কোন কারন এখন পর্যন্ত যানা যায়নি। বিলম্বে হলেও পুলিশ ঘটনার স্থানে গিয়ে এই হামলার কারন বের করার চেষ্টা করছে।

আতিক/প্রবাস

২ thoughts on “রামগঞ্জে মুখোশধারীদের হামলা ১০ জন গুলিবিদ্ধ,আহত ৩০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *