সুইডেনে খোকাকে অবাঞ্ছিত ঘোষণা করলো বিএনপি!

ঢাকা: চিকিৎসার জন্য গত একবছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকার সাবেক মেয়র এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ক্যান্সার আক্রান্ত সাদেক হোসেন খোকাকে সুইডেনে অবাঞ্ছিত ঘোষণা করেছে সুইডেন বিএনপি।

গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সুইডেন বিএনপির সভাপতি ডা. রুবেল সাজিদ এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে ডা. রুবেল বলেন, ‘বিএনপি বিগত সরকারবিরোধী আন্দোলনে রহস্যজনক ভূমিকা এবং ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার “মার্চ ফর ডেমোক্রেসি” ব্যর্থ হওয়ার প্রধান কারণ ঢাকা মহানগরী বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার নিষ্ক্রিয়তা এবং নির্লিপ্ততা। আর এটাই মনে করে বিএনপির নেতাকর্মীরা।’

তিনি বলেন, ‘গত সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে সমর্থন না করে সাদেক হোসেন খোকা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই সঙ্গে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকনের প্রতি সমর্থন দেন।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘খোকা দশম জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করার পর অসুস্থতাজনিত সমস্যা দেখিয়ে যুক্তরাষ্ট্র চলে যান। অভিযোগ আছে, আওয়ামী সরকারের সঙ্গে আঁতাৎ করে দেশের বাইরে গিয়ে এ পর্যন্ত দেশে ফিরেননি তিনি। সেখান থেকেই সাঈদ খোকনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন খোকা। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন নেতা এ তথ্য নিশ্চিত করেছিলেন এবং বাস্তবিকে তা প্রমাণিতও হয়েছে।’
রুবেল প্রশ্ন তুলেছেন, ‘ধোঁকা দিয়ে আন্দোলন থেকে নিজেকে গুটিয়ে অসুস্থতার ভান দেখিয়ে দেশের বাইরে খোকা যদি চিকিৎসারতই থাকেন, তবে ইউরোপ ঘুরবেন কিভাবে? অসুস্থ সাদেক হোসেন খোকার ক্যান্সার কি এখন সুইডেনে বা ইউরোপে এসে সারাতে হবে? নাকি ইউরোপে আবারও যুক্তরাষ্ট্রের মতো কথা বেচাকেনা করে দলকে আরো নষ্ট করবেন? খোকা যদি সুস্থই হয়ে থাকেন তবে তো তার সবার আগে বাংলাদেশ যাওয়ার কথা।’ডা. রুবেল সাজিদ বলেন, ‘যুক্তরাষ্ট্রে বিএনপির একাধিক গ্রুপের সঙ্গে মিটিং করে দলের ভাবমূর্তি নষ্ট করেন এবং দলের আন্দোলনের বিরুদ্ধে টেলিফোন আলাপের পরে বিএনপি ও এর সমর্থকরা সবাই একবাক্যে জানে যে খোকা এখন আওয়ামী লীগের সঙ্গী। ইদানিং যুক্তরাষ্ট্রে সকল বিএনপি গ্রুপের কাছে বর্জিত হয়ে খোকা কিছুদিন চুপ করে ছিলেন। এখন শোনা যাচ্ছে বিএনপিতে থাকা আওয়ামীপন্থি ইউরোপের কিছু নেতাকর্মীর সাহায্যে নিজেকে যাহির করতে ইউরোপ ট্যুরে বের হচ্ছেন। ইউরোপ ট্যুরের জন্য তাকে সাহায্য করছে সুইডেনে বিএনপির আওয়ামী সমর্থিত অংশ এবং সঙ্গে আরো কিছু আশপাশের দেশের দালালরা।’

ডা. রুবেল বলেন, ‘সুইডেনে বিএনপির একটি গ্রুপ ভোট চুরি ও অনিয়মের মাধ্যমে একটি পকেট কমিটি গঠন করেছে কিছুদিন আগে। ওই গ্রুপটি ভোটে জেতার জন্য আওয়ামী সমর্থকদের সরাসরি সাহায্য গ্রহণ করে। সুইডেন বিএনপির এই পকেট কমিটি নিয়ে হাইকমান্ডও খুশি নন। তবে কেন এবং কিসের স্বার্থে সাদেক হোসেন খোকা বিতর্কিত ওই গ্রুপের কাছে আসছেন?’

সাদেক হোসেন খোকাকে সুস্থ হলে আগে দেশে ফিরে দেশ ও দলের সেবা করতে অনুরোধ জানান ডা. রুবেল। এছাড়া বিদেশে ঘুরতে ইচ্ছা হলে শুধু পর্যটকের মতো পরিদর্শনের অনুরোধ জানান। কোনো মিটিং মিছিল করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান খোকার প্রতি। অন্যথায় প্রবাসের দেশপ্রেমিক জিয়ার সৈনিকরা তাকে রুখে দেবে এবং বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করার অঙ্গিকার তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *