ঢাকা: শার্লি এবদো ছাড়ছেন কার্টুনিস্ট লুজ। ফ্রান্সের এই ব্যঙ্গাত্মক সাময়িকীতে মহানবী হজরত মোহাম্মদ(স.)য়ের ওপর তার একাধিক কার্টুন প্রকাশিত হয়েছে। ওইসব বিতর্কিত কার্টুনের জের ধরেই এবদোর প্যারিস কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। ইসলাম ধর্মে মহানবীর ওপর কোনো চিত্র আঁকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
শার্লি এবদো ছাড়ার ঘোষণা দিয়েছেন কার্টুনিস্ট রেনাল্ড লুজিয়ের সংক্ষেপে লুজ। ফরাসি সংবাদপত্র ‘লিবারেশন’কে তিনি জানিয়েছেন, প্যারিস হামলায় সহকর্মীরা নিহত হওয়ার পর তার মন ভেঙে গেছে। এখানে কাজ করা তার জন্য মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই তিনি এবদো ছেড়ে যাচ্ছেন। তবে পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত কারণে’ চাকরি ছাড়ছেন বলে উল্লেখ করেছেন।
গত ৭ জানুয়ারি শার্লি এবদোর প্যারিস কার্যালয়ে হামলা চালায় দুই ইসলামি বন্দুকধারী। হামলায় পত্রিকাটির সম্পাদকসহ ১২ জন নিহত হয়েছিলেন। হামলার পর প্রথম প্রকাশিত সাময়িকীটির প্রচ্ছদে মহানবীর যে কার্টুন ছিল সেটিও এঁকেছিলেন লুজ।
কিন্তু তিনি নিজেই এখন এবদো ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সহকর্মীদের কথা স্মরণ করে তিনি বলেন,‘চার্ব, কাবু,হনরে, টিগনোয়াসের কথা ভেবে ভেবে কত রাত নির্ঘুম কাটিয়েছি। কত সুন্দর আঁকতেন তারা!’
তিনি আরো জানিয়েছেন, জানুয়ারির হামলার পরপরই তিনি এবদো ছাড়ার চিন্তা করেছিলেন। কেবল নিহত সহকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করার জন্যই তিনি এতদিন ধরে এখানে কাজ করে গেছেন।
লুজ এই সাময়িকীতে যোগ দিয়েছিলেন ১৯৯২ সালে। দীর্ঘ দুই যুগ পর আগামী সেপ্টেম্বরে তিনি এটি ছেড়ে যাচ্ছেন।
Monir Khan liked this on Facebook.