মাদারীপুর শহরে মাদকাসক্ত বড় ভাইকে ছোট দুই ভাই কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, সোমবার রাত ১০টার দিকে শহরের লঞ্চঘাটে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাব্বির হোসেন মঈন ওই এলাকার জাহাঙ্গীর উকিলের ছেলে।
জাহাঙ্গীর উকিলের পরিবারে বেশ কয়েকজন ক্রীড়াক্ষেত্রে সংশ্লিষ্ট। মঈনও এক সময় জেলায় ‘ভালো ফুটবলার’ হিসাবে পরিচিত ছিরেন। তবে কয়েকবছর আগে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন বলে স্থানীয়দের তথ্য।
তারা জানান, সোমবার রাতে ভাইয়েরা মাদক সেবনে বাধা দিলে মঈন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের আঘাত করতে যান।
এ সময় ভাইদের মধ্যে মারামারি শুরু হলে ছোট দুই ভাই মাসুম ও মাহফুজের কোপে মঈন গুরুতর আহত হন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে ওসি জিয়াউল মোর্শেদ জানান।
তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। ওসি বলছেন, পরিবার মামলা না করলে তদন্ত করে তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।