লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মামুনুর রশিদকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মামুন সদর উপজেলার আমানী লক্ষ্মীপুর গ্রামের আবু তৈয়বের ছেলে। সোমবার গভীর রাতে আমানী লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মামুনের ভাগনা মাসুদ জানান, সোমবার রাতে চন্দ্রগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে আমানী লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন মামুন। বাড়ির পাশে পৌঁছার পর আগে থেকেই ওৎপেতে থাকা সন্ত্রাসীরা মামুনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মামুন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টায় মারা যান তিনি।
মঙ্গলবার ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহত মামুন সম্প্রতি চাটখিলের কাউছার ও ওদুদ বাহিনী সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত ছিল। তাদের অভ্যন্তরীণ কোন্দলে তিনি খুন হতে পারেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, সাবেক এ ছাত্রলীগ নেতার শরীরের বিভিন্ন স্থানে ৭টি গুলির চিহ্ন রয়েছে।
Aman Ullah liked this on Facebook.
Monir Khan liked this on Facebook.
Mohammad Jabed liked this on Facebook.
Mohammad Kofil liked this on Facebook.
AK Azad liked this on Facebook.