লেনোভোর নতুন স্মার্টফোন এস-৬০

ঢাকা: চীন ভিত্তিক প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান লেনোভো তাদের নতুন স্মার্টফোন এস-৬০ বাজারে ছেড়েছে। ভারতের বাজারে এটির দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৯৯ রুপি। এই ফোন কোম্পানির অফিসিয়াল ওয়েব স্টোর (দ্য ডু স্টোর) ও আমাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে।

এ ফোনের রয়েছে ৫ ইঞ্চি ৭২০পি আ্ইপিএস ডিসপ্লে, ২ জিবি র‌্যাম, ১৩ এমপি অটোফোকাস রেয়ার ক্যামেরা, ৫ এমপি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ও ২১৫০ এমএএইচ ব্যাটারী।

এ ফোনে আরও রয়েছে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ফোরজি এলটিই, থ্রিজি ও জিপিএস ব্যবস্থা। এ ফোনের ওজন ১২৫ গ্রাম। এটি ৭.৭ এমএম পুরু। লেনোভোর এ ফোনটি ১.২ গিগাহার্টজ কোয়ালকম ¯œ্যাপড্রাগন ৪১৯ ৬৪ বিট কোয়াড-কোর প্রসেসর দ্বারা চালিত।

One thought on “লেনোভোর নতুন স্মার্টফোন এস-৬০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *