গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক ও মুক্তমনা ব্লগের লেখক অনন্ত বিজয় দাশ খুনের ঘটনাকে ঘিরে সিলেটের ব্লগারদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। উগ্রপন্থীদের হিট লিস্টে যারা আছেন, তাদের কেউ নিরাপত্তা না পেয়ে অনেক আগেই দেশ ছেড়েছেন। অনন্ত খুনের পর সিলেটের অনেক ব্লগারই নিরাপত্তাহীনতায় ভুগছেন, তবে ভয়ে কেউ মুখ খুলছেন না। পুলিশ নিজে থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। পুলিশ সিলেটের গণজাগরণ মঞ্চের কাছে তাদের হুমকিপ্রাপ্তদের তালিকা চেয়েছে। তারা চাইলে নিরাপত্তা পাবেন বলেও জানিয়েছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে সিলেটে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় সিলেটের চয় সংগঠককে উড়ো চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছিল। এই তালিকায় সিলেটের গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশিষ দেবু, নাট্যকার রজত কান্তি গুপ্ত, নিরঞ্জন দে, বিভাগ সেন দাদন, নাজমুল আলবাব অপু ও বিনয় ভদ্র ছিলেন।
এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় পৃথক দুটি জিডিও করা হয়েছিল। কিন্তু ওই সময়ে ঘটনার তদন্ত করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে, উগ্রপন্থী ব্লগার ফারাবির হুমকির তালিকায় ছিলেন সিলেটের মুক্তমনার ব্লগার অনন্ত বিজয় দাশ ও গণজাগরণ মঞ্চের সংগঠক সৈকত। সৈকত নিরাপত্তাহীনতার আশঙ্কায় কিছুদিনের মধ্যেই দেশ ছাড়েন। গত ১২ মে অনন্তকে কুপিয়ে খুন করেছে ঘাতকরা।
গণজাগরণ মঞ্চ সূত্রে জানা যায়, গণজাগরণ মঞ্চের সবাই ঝুঁকিতেই আছে। এখানে কাউকে আলাদা করার কিছু নাই। সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সিলেটে এরকম সংগঠক আছেন অন্তত ৩৬ জন। কারো কারো পরিবারের মা-বাবা বাধা দিচ্ছেন ব্লগে লেখালেখি না করার জন্য। আবার গণজাগরণ মঞ্চের আন্দোলনে নেতৃত্ব দিয়ে অনেকে আবার মঞ্চের বলয় থেকে বের হতে পারছেন না। ঝুঁকির মুখেই মঞ্চের দায়িত্ব পালন করছেন অনেকে।
গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশিষ দেবু বলেন, খুনিদের শনাক্ত করে বিচার হলেই রাষ্ট্র নিরাপত্তা পাবে। আমরা এই সব হত্যার বিচার চাই।
এসএমপি সূত্রে জানা গেছে, অনন্ত খুনের পর গণজাগরণ মঞ্চের সংগঠকদের তালিকা করছে পুলিশ। শনিবার থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। অনেককেই বলা হচ্ছে, নিরাপত্তা চাইলে তাকে তা দেওয়া হবে এবং কিছু পরামর্শও দিবে পুলিশ। সে অনুযায়ী ঝুঁকির মুখে আছেন, গণজাগরণ মঞ্চের এমন কমী-সংগঠকদের তালিকাও চেয়েছে পুলিশ।
এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ বলেন, গণজাগরণ মঞ্চের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাদের কাছে ঝুঁকিতে থাকাদের তালিকা চাওয়া হয়েছে, দিলে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।
Mohammad Kofil liked this on Facebook.
Guljar Husain liked this on Facebook.
Syed Salim liked this on Facebook.
Mahabub Khan Akash liked this on Facebook.
Fazlul Haque liked this on Facebook.