তবুও হোক প্রতিবাদ !!!

ফসিউল আলম 

আজ মানবতা ঢুকড়ে কাঁদে
দানবতারই ব্যাভিচারে।

তবুও হোক প্রতিবাদ
ঐ ধর্ষক পক্ষের বিরুদ্ধে।
তবুও হোক প্রতিবাদ
ঐ মানবপাচার পক্ষের বিরুদ্ধে।
তবুও হোক প্রতিবাদ
ঐ ইয়াবা-মাদকের পক্ষের বিরুদ্ধে।
তবুও হোক প্রতিবাদ
ঐ ব্যাংক ডাকাতের পক্ষের বিরুদ্ধে।
তবুও হোক প্রতিবাদ
ঐ খুন গুমের পক্ষের বিরুদ্ধে।
তবুও হোক প্রতিবাদ
ঐ ঘুষ দূর্নীতি পক্ষের বিরুদ্ধে।
তবুও হোক প্রতিবাদ
ঐ দানবের পক্ষের বিরুদ্ধে।

হোক প্রতিবাদ আজ মানবতার পক্ষের ।
হোক প্রতিবাদ আজ ন্যায়ের পক্ষের।
হোক প্রতিবাদ আজ গনতন্ত্রের পক্ষের।
হোক প্রতিবাদ আজ দেশ ও দশের পক্ষের।

হোক লড়াই আজ আবার।
আসুন গড়ি ঐক্য
আর করি প্রতিরোধ
ঐক্যবদ্ধভাবে এবার আবার
ঐ একাত্তরের মতো করে।
আসুন বাঁচাই দেশটাকে
বাঁচাই মা বোনদের ইজ্জত
বাঁচাই দেশের অসহায়
মানুষদের আবারও
ঐ একাত্তরের মতো করে
ঐ শকুনদের হাত থেকে
ঐ ধর্ষক পক্ষের হাত থেকে।
যদি ধরতে হয় অস্র ধরব
যদি লড়তে হলে লড়ব
যদি মরতে হলে মরব
তবুও বাঁচব এই মায়ের
মত দেশটাকে আবারো
ঐ একাত্তরের মতো করে
ঐ ধর্ষক পক্ষের হাত থেকে
ঐ শকুনদের হাত থেকে।

৪ thoughts on “তবুও হোক প্রতিবাদ !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *