৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করবে পুলিশ

পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিয়েছেন, ৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করবে পুলিশ।

রাজধানীর পুলিশ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি মোটরযান আইন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা বিভিন্ন অপরাধ করছে। কিন্তু রেজিস্ট্রেশন না থাকায় তাদের সনাক্ত করা যাচ্ছে না।’

আইজিপি বলেন, ‘৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানে নামবে পুলিশ। আজ এই ঘোষণা দিলাম। ১৫ দিন সময় দেয়া হল। এর মধ্যে মোটরসাইকেল চালক/মালিকদের রেজিস্ট্রেশন করে নিতে হবে।’

এ কে এমন শহীদুল হক আরো বলেন, ‘৩ জুন থেকে অভিযান শুরুর পর রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হবে। যতদিন রেজিস্ট্রেশন করা হবে না ততোদিন মোটরসাইকেল থাকবে পুলিশের হেফাজতে।’

পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, ‘১৫ দিনের মধ্যে যাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে না তারা আবেদনের টাকা জমা দেয়ার রশিদ সঙ্গে রাখবেন। ওই রশিদ দেখালে তাদের ছাড় দেয়া হবে।’

২ thoughts on “৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করবে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *