লিবিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।
লিবিয়া থেকে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে অনেকে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছেন এমন অভিযোগের ভিত্তিতে শনিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার বর্তমান সরকারের মুখপাত্র হাতেম উরাইবি তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘বাংলাদেশি শ্রমিকদের লিবিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। কারণ এই শ্রমিকরা লিবিয়ান প্রতিষ্ঠানে কাজ করতে এসে অবৈধভাবে ইউরোপ পাড়ি জমানোর চেষ্টা করে।’
হাতেম উরাইবি আরো বলেন, ‘এই নিষেধাজ্ঞা মূলত অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে সরকারি প্রচেষ্টার অংশ।’
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে থাকা লিবিয়ার পূর্বাঞ্চলীয় স্থল সীমান্ত, বন্দর ও বিমানবন্দরে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
কিন্তু গত বছরের আগস্টে সরকারবিরোধীদের দখলে চলে যাওয়া রাজধানী ত্রিপলীসহ লিবিয়ার পশ্চিমাঞ্চলে এ নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে অবশ্য হাতেম উরাইবি কিছু জানাতে পারেননি। এই অঞ্চলটিই মূলত লিবিয়া থেকে মানবপাচারের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
উল্লেখ্য, গত মাসে ইতালিয়ান দ্বীপ ল্যাম্পেদুসায় যাওয়ার পথে লিবিয়ান উপকূলে নৌকা ডুবে প্রায় ৯০০ মানুষ নিহত হন। তারপরও প্রতিদিন এই অঞ্চল থেকে নৌকায় করে সীমান্ত পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ।
এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ৫১ হাজার অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন। পাচারকারীদের জাহাজগুলো সনাক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি সংস্থাটি নৌ ও আকাশপথে অভিযান শুরু করতে অনুরোধ জানিয়েছে।
Tarek Rajen liked this on Facebook.
Kamal Hossainjuton liked this on Facebook.
Mohammad Jabed liked this on Facebook.
Nurulamin Cox liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.