লিটল মাস্টার’ হিসেবে পরিচিত বাবা ক্রিকেটের জীবন্ত কিংবদন্তিদের একজন। সেই শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার ‘দীক্ষা’ নিলেন আরেক মহাতারকার কাছ থেকে। দীক্ষা নেওয়ার অবশ্য যৌক্তিক কারণও আছে।
অর্জুনের বাবা বিশ্বখ্যাত ব্যাটসম্যান হলেও সে হতে চাচ্ছে পেস বোলার। এক্ষেত্রে ওয়াসিম আকরামের মতো কিংবদন্তির কাছ থেকে টিপস নেওয়া মোটেও অবাক করার মতো বিষয় নয়। পাকিস্তানি পেস আক্রমণের এক সময়ের কর্ণধারকে কাছে পেয়ে তাই সুযোগ হাতছাড়া করেনি অর্জুনও।
বর্তমানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচের দায়িত্বে আছেন ওয়াসিম আকরাম। গত বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনে আসে কেকেআর। সে সময়ই শচিনপুত্রের সঙ্গে দেখা হয়ে যায় তার। বাবা শচিন টেন্ডুলকারকে পাশে রেখেই অর্জুনকে টিপস দেন ওয়াসিম।
শুধু বোলিংয়ের মন্ত্রই নয়, অর্জুনকে ফিটনেস ধরে রাখা বিষয়েও পরামর্শ দিয়েছেন ৪৮ বছর বয়সী সাবেক পাকিস্তানি অধিনায়ক।
শচিনপুত্রের ‘গুরু’ ওয়াসিম আকরাম
এ বিষয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘গত গ্রীষ্মে ইংল্যান্ডে একটি প্রদর্শনী ম্যাচ খেলার সময় অর্জুনের সঙ্গে আমার দেখা হয়। অর্জুন বোলিংয়ের সময় আমি মিড অনে ফিল্ডিং করছিলাম। যতদূর মনে পড়ে ওই দিন সে ব্রায়ান লারার উইকেট নিয়েছিল।’
অর্জুনকে মনোযোগী ‘ছাত্র’ হিসেবে উল্লেখ করে ওয়াসিম আকরাম বলেন, ‘তার বয়স মাত্র ১৫ বছর এবং সে মিডিয়াম পেসার হতে চাচ্ছে। আমি বোলিং অ্যাকশন, ফিটনেস ও সুইং বিষয়ে কথা বলেছি তার সঙ্গে এবং সেও খুব মনোযোগ দিয়ে শুনেছে।’
বলা বাহুল্য, ‘কোচ’ হিসেবে বাবা শচিন টেন্ডুলকারকেও সব সময়ই পাশে পাচ্ছে লিটন টেন্ডুলকার। খেরোয়াড়ি জীবনের সূচনালগ্নে এমন সব তারকাদের টিপস অর্জুনের খেলায় কতটা প্রভাব ফেলে তা জানার জন্য অবশ্য আরও কয়েকটা বছর অপেক্ষায় থাকতে হবে ক্রিকেটপ্রেমীদের।
Mahbub Samol liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.