রাজনৈতিক শক্তিকে দমনের মাধ্যমে দুর্বল করলে দেশে উগ্রপন্থার উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। পবিত্র শবে মেরাজ ও দলের নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আত্মার শান্তি কামনায় ঢাকা মহানগর বিএনপি এ মাহফিলের আয়োজন করে।
মওদুদ আহমদ বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক, উদার-মধ্যপন্থী রাজনৈতিক দল। আমাদের দল নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে দাবি করে। আজ দেখা যাচ্ছে, গণতান্ত্রিক শক্তির দলগুলোর সভা-সমাবেশের কর্মসূচিসহ গণতান্ত্রিক কর্মকাণ্ডসমূহ স্থিমিত করে দেওয়া হচ্ছে। এটা শুভ কিছু বয়ে আনবে না।’
তিনি আরও বলেন, ‘দমননীতির মাধ্যমে গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করা হলে দেশে নাশকতা, জঙ্গিবাদ ও উগ্রপন্থিদের উত্থান হতে বাধ্য। এর দায় বিএনপিকে নয় সরকারকেই বহন করতে হবে। তাই সরকারের দায়িত্ব দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। আমরা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ দেখতে চাই।’
প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে মওদুদ আহমদ বলেন, ‘তার শূন্যতা সহজে পুরণ হবার নয়।’
কারাগারে পিন্টুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এ বিএনপি নেতা।
দোয়া মাহফিলে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহানগর সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহিন, হাফেজ আবদুল মালেক, শাহ মো. নেছারুল হকসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।