সদ্য সমাপ্ত তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ড. এমাজউদ্দীন আহমদ।
একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন কমিশনকে অপদার্থ ও অযোগ্য বলেও মন্তব্য করেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। আলোচনা সভার আয়োজন করে অল কমিউনিটি ফোরাম।
অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ‘ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট কারচুপির যাবতীয় রেকর্ডপত্র আমরা প্রস্তুত রেখেছি। প্রয়োজন হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব রেকর্ডপত্র পৌঁছে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনে সরকারদলীয় প্রার্থীরা না জিতলেও সরকারের কোনো ক্ষতি হতো না। তাদের ক্ষমতারও পরিবর্তন হতো না। এ নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কার্যকর করলে কী ক্ষতি হতো?’
নির্বাচনে কারচুপি করা ক্ষমতাসীনদের অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এ কারণেই তারা ইসিকে সেনা মোতায়েন করতে দেয়নি।’
স্থানীয় সরকার নির্বাচনে এ পরিস্থিতি হলে জাতীয় নির্বাচনের পরিস্থিতি আরও খারাপ হতে বাধ্য বলে দাবি করেন তিনি।
নির্বাচন কমিশনকে অপদার্থ উল্লেখ করে তিনি বলেন, ‘এ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের তদন্ত করার প্রয়োজন নেই। মিডিয়ার মাধ্যমেই সব তদন্ত হয়ে গেছে। আমাদের কাছেও এসব তথ্য সংরক্ষিত আছে। সামনের জাতীয় নির্বাচনে এ তথ্যাদি সামনে রেখেই ব্যবস্থা নেওয়া হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
মানিক মিয়া liked this on Facebook.
Anamul Md Anamul liked this on Facebook.
Syed Ahmed liked this on Facebook.
Mdbelal Hossain liked this on Facebook.
Mohammad Jahangir Alam Khan liked this on Facebook.
Monir Khan liked this on Facebook.
Classic Rahman liked this on Facebook.
Ahamed Alam liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.
MD Razak liked this on Facebook.
Yeanur Mohammed liked this on Facebook.