বাংলাদেশ সফরে অনাগ্রহী কোহলিসহ অনেকেই

আগামী জুনের বাংলাদেশ সফরে আসতে অনাগ্রহী ভারতীয় দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। শোনা যাচ্ছে, বাংলাদেশ সফরের সময় দল থেকে ছুটি চাইছেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলিসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

আগামী ৭ জুন বাংলাদেশে আসবে ভারতীয় দল। আগামী ১৮, ২১ ও ২৪ জুন দু’ দলের তিনটি ওয়ানডেই ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি হবে ওয়ানডে সিরিজের আগে ১০-১৪ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

ভারত এখনো দল ঘোষণা করেনি। ২০মে সন্দ্বীপ পাতিলে নেতৃত্বে নির্বাচক কমিটি বৈঠকে বসবে। এরপরই ভারতীয় দল সম্পর্কে জানা যাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, কোহলিসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বাংলাদেশ সফরে যেতে আগ্রহী নন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র বরাত দিয়ে পত্রিকাটি আরও লিখেছে, ‘কোহলি নিশ্চিত করেছেন যে তিনি ছুটি চান। গত এক বছরে অনেকগুলো সফর হওয়ায় আরও কয়েজজন সিনিয়র খেলোয়াড় বাংলাদেশে যেতে চান না। তবে বোর্ড গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পাঠাতে চায়। তাতে টিভি দর্শকদের আগ্রহ থাকবে।’

ওয়ানডে থেকে কোহলিকে বিশ্রাম দিলেও একমাত্র টেস্ট ম্যাচে তাকে দেখতে চান সাবেক তারকা সুনীল গাভাস্কার। সেই সঙ্গে ওয়ানডে থেকে রবিচন্দন অশ্বিন ও উমেশ যাদবকে বিশ্রাম দেয়ার পক্ষে তিনি।

গত বছর জুনের সফরেও বাংলাদেশে আসেননি ভারতের অনেক তারকা খেলোয়াড়। তখনকার নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ছিলেন না বিরাট কোহলিও। সুরেশ রায়না নেতৃত্বে ‘এ’ দল পাঠিয়েছিল ভারত। লো স্কোরিং সিরিজে কোনো মতে ২-০তে জেতে ভারত।

তবে আগেরবার ‘এ’ দল নিয়ে জিতলেও এবার বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় দলকে সতর্ক করেছেন সুনীল গাভাস্কার।গত এক বছরে বাংলাদেশের পরিবর্তনের কথা স্মরণ করিয়ে দিয়ে এনডিটিভিকে তিনি বলেন, ‘গত বছর ‘এ’ দল পাঠিয়েও সিরিজ জিতেছিল ভারত। তবে সাম্প্রতিক সময়ে দারুণ করেছে বাংলাদেশ। তারা পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতেছে। সুতরাং আমাদের শক্তিশালী দল পাঠানো দরকার। আমার বিশ্বাস শক্তিশালী দলই পাঠানো হবে।’

One thought on “বাংলাদেশ সফরে অনাগ্রহী কোহলিসহ অনেকেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *