‘ইসলাম কখনও শান্তির ধর্ম নয়’

ঢাকা: মুসলমানদের প্রতি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ইসলামিক স্টেটের প্রধান আবু বকর আল বাগদাদি। এক মাসেরও বেশি সময় যাবত তার কোনো ভাষ্য আসেনি গণমাধ্যমে।

আবু বকর আল বাগদাদি এক দুর্লভ অডিওবার্তায় এ কথা বলেছেন বলে জানাচ্ছে ব্রিটন গণমাধ্যম ডেইলি মেইল। ইসলামিক স্টেটের সশস্ত্র দলগুলোর একটি এ মুহূর্তে সিরিয়ার প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শহর পলমিরায় প্রবেশ করেছে বলে জানা গেছে। ইতোমধ্যে সেখানকার ২৬ বেসামরিক নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তারা শহরের ওপর আইএস অধিগ্রহণ ঠেকাতে এগিয়ে এসেছিল।

is-in-ninevah

আবু বকর আল বাগদাদি অডিও বার্তায় বলেন, ‘ইসলাম কখনও শান্তির ধর্ম নয়। ইসলাম বরং লড়াইয়ের ধর্ম।’ এ বাক্যের ধারাবাহিকতায় তিনি মুসলমানদের খিলাফত প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হতে বলেন। আরও বলেন, ‘কেউ যদি মনে করে থাকে ইসলামিক স্টেট নিজেদের জন্যে লড়ছে- তা ভুল। এটা সকল কাফেরদের বিরুদ্ধে মুসলমানেদের যুদ্ধ। আমরা শুধু এর নেতৃত্ব দিচ্ছি মাত্র!’

roman-columns-in-Palmyra_Syria

তবে এ কণ্ঠ বাগদাদির কিনা সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলেও জানিয়েছে ডেইলি মেইল। ধারণা করা হচ্ছে এ অডিওবার্তা ধারণ করা হয়েছে বিগত বছরের শেষের দিকে, নভেম্বর মাসে। বাগদাদি সে বছরের জুলাই মাসে একবারের জন্যেই জনসমক্ষে এসেছিলেন। ধারণা করা হচ্ছে যৌথবাহিনীর বিমানহামলায় এখনও তিনি আহত অবস্থায় দিনযাপন করছেন।

২ thoughts on “‘ইসলাম কখনও শান্তির ধর্ম নয়’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *