ঢাকা: বুরুন্ডির সামরিক অভ্যুত্থান ব্যর্থ হতে চলেছে। শুক্রবার নাগাদ অভ্যুত্থানের পরিকল্পনাকারী তিন দলত্যাগী সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। এর মধ্য দিয়ে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পটে পিছিয়ে পড়লো গডফ্রিডের দল। বুরুন্ডি-প্রশাসন জানিয়েছে বিদ্রোহীদের বিচারের আওতায় আনা হবে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে।
বলা হচ্ছে অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী জেনারেল গোডফ্রিড নিজোম্বারে এখনও মুক্ত আছেন। এ তথ্য দিয়েছে রাষ্ট্রপ্রধানের বিশ্বস্ত সহযোগীদের একজন। তবে মুক্ত হলেও কতটা কোণঠাসা হয়ে পড়েছেন তিনি ও তার দল তা একটি উক্তি থেকে পরিষ্কার হয়।
এজেন্স ফ্রান্স-প্রেসকে গডফ্রিড জানিয়েছেন, তিনি ও তার দল আত্মসমর্পনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে নকুরুনঝিজার অনুগত সেনারা তাদের মেরে ফেলবে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। জানা যায়, গ্রেপ্তারকৃত অভ্যুত্থান-পরিকল্পনাকারীদের অন্যতম সেনা কর্মকর্তা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সিরিলে নদাজিরুকিজে গ্রেপ্তার হয়েছেন। যে কারণে আরও ভেঙে পড়েছেন গড়ফ্রিড।
নকুরুনঝিজা একটি সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গিয়েছিলেন। রাজধানী বুজুম্বুরার বিমানবন্দর ও সীমান্ত বন্ধ করে দিয়েও তার প্রত্যাবর্তন ঠেকানো যায়নি। এ মুহূর্তে তিনি দেশেই অবস্থান করছেন। চেষ্টা করে যাচ্ছেন বিরুদ্ধবাদিদের বিচ্ছিন্ন করে দিয়ে পুনরায় শাসনভার পুরোদমে গ্রহণ করতে।
সংবিধান লঙ্ঘন করে তৃতীয়বারের মতো বুরুন্ডির রাষ্ট্রপ্রধানের গদিতে বসার কারণে রাষ্ট্রপ্রধান পিয়েরে নকুরুনঝিজার বিরুদ্ধে ক্ষেপে ওঠে তার বিরাগভাজনেরা, যারা ক্রমেই সাধারণ মানুষকে পতনান্দোলনে যুক্ত করে নেয়। সামরিক অভ্যুত্থানের পর উল্লাসকারীদের হাসি এতো দ্রুত মুছে যাবে, তা ভাবতে পারেননি বুজুম্বুরার সাধারণ মানুষ।