গলা কেটে তিন মেয়েকে হত্যা করলো বাবা

চকরিয়া উপজেলায় বদরখালীর ১নং ঘোনার চৌধুরীপাড়া এলাকায় বাবা তার তিন মেয়েকে গলা কেটে হত্যা করেছেন।

শুক্রবার ভোরের দিকে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহতরা হলো- আয়েশা সিদ্দিকা (১১), শিউলি (৯), জান্নাত (দেড় বছর)। এরা তিনজনই ওই এলাকার দিনমজুর আবদুল গণির মেয়ে।

বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন আরিফ জানান, আবদুল গণি ১নং ঘোনার চৌধুরী পাড়া নিদান চরনী এলাকায় শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতো। অভাবের কারণে দিনমজুর আবদুল গণি ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ নিয়ে বেশ কয়েকবার পরিষদের শালিস হয়েছে। কয়েক দিন আগেও ভরণ-পোষণ না দেয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের স্বামীর বিরুদ্ধে নালিশ দেন স্ত্রী ফাতেমা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে খুনের হুমকি দেয় আবদুল গণি। ভয়ে স্ত্রী বাড়ি না গিয়ে আত্মীয়ের বাড়িতে থেকে যায়। এতে স্ত্রীর উপর ক্ষুব্ধ হয়ে তিন মেয়েকে গলা কেটে হত্যা করে দিনমজুর আবদুল গণি।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। দিনমজুর আবদুল গণিকে না পাওয়ায় বিস্তারিত জানা যাচ্ছে না।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। তাদের বাবা আবদুল গণিকে আটকের চেষ্টা চলছে। তাকে পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

One thought on “গলা কেটে তিন মেয়েকে হত্যা করলো বাবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *