আইপিএলে ফিরেই সাকিবের চমক

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ফিরেই চমক দেখিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজস্ব কোটার ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়েছেন সাকিব।

সাকিব এবার চতুর্থবারের মত আইপিএলে অংশ নিচ্ছেন। এর আগে ২০১১, ২০১২ ও ২০১৪ সালের আইপিএলে অংশ নিয়েছেন তিনি। সাকিবের অংশগ্রহণে কলকাতা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে।

এবার আইপিএলের শুরুর দিকে কলকাতার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন সাকিব। পরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে তিনি দেশে চলে আসেন। সিরিজ শেষে আবার তিনি আইপিএল খেলতে ভারত গিয়েছেন।

৯ thoughts on “আইপিএলে ফিরেই সাকিবের চমক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *