বিএনপিপন্থী কাউন্সিলর আব্দুল কাদেরের অফিস দখলে নিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর

পুরান ঢাকায় বিএনপিপন্থী এক কাউন্সিলরের অফিস স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর আবদুল কাদেরের ওয়ার্ড অফিস কার্যালয়টি দখল করেছেন ৪৫, ৪৬ ও ৪৭ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হেলেনা আক্তার।

বিষয়টি স্থানীয় পুলিশকে জানালেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ জন্য দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের কাছে ভুক্তভোগী কাউন্সিলর লিখিতভাবে অভিযোগ করবেন।

এ ব্যাপারে কাউন্সিলর আবদুল কাদের জানান, ‘মঙ্গলবার সন্ধ্যায় আমি যখন আমার ওয়ার্ড কার্যালয়ে ছিলাম না তখন ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে মহিলা কাউন্সিলর হেলেনা আক্তার তালা ভেঙে আমার অফিস দখল করে নেন। বিষয়টি আমি তাৎক্ষণিক গেণ্ডারিয়া থানায় জানালে পুলিশ ব্যাপারটি দেখবে বলে আশ্বাস দেয় এবং আমাকে কোনোরকম ঝামেলা করতে নিষেধ করে।’

এ প্রসঙ্গে গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ আলম জানান, ওয়ার্ড কার্যালয়ের জন্য একই অফিস দু’জন কাউন্সিলর পছন্দ করেছেন। এ জন্য একটু মতবিরোধের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার মহিলা কাউন্সিলর হেলেনা আক্তার ওই অফিসে বসেন। দুই কাউন্সিলরের সঙ্গে কথা বলে ব্যাপারটির সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।

নাসিম/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *