এবার ফেসবুকে নিজের নগ্ন সেলফি প্রকাশ করলেন সময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। ঘণ্টাকয়েক আগে নিজের ফেসবুকে বিতর্কিত ছবিগুলো প্রকাশ করেন নায়িকা।
ছবি প্রকাশের পরপরই তার ভক্তরাই এ নিয়ে তুমুল সমালোচনা শুরু করেছেন। তবে নিয়ে মাথা ঘামাচ্ছেন না হ্যাপি।
ছবিতে হ্যাপিকে একেবারে নগ্ন হয়ে পানিতে গোসল করতে দেখা গেছে। ছবির সঙ্গে হ্যাপি লেখেন, পানির মধ্যেও সেলফি!!!
Rezaul Reza liked this on Facebook.
Ahamed Alam liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.