গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে সরকারের জড়িত থাকার সন্দেহ আরও বাড়ছে। এখন আসামিদের গ্রেফতার করে সরকারকেই প্রমাণ করতে হবে তারা জড়িত নয়। রাজধানীর শাহবাগে বুধবার সন্ধ্যায় সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যার প্রতিবাদে মশাল মিছিলপূর্ব সমাবেশে তিনি এই অভিযাগ করেন। ইমরান বলেন, ব্লগার বিজয় শুধু মৌলবাদীদের বিরুদ্ধে লেখেননি, তিনি সিলেটের দুর্বৃত্ত সরকারদলীয় এমপির বিরুদ্ধেও লিখেছেন। প্রধানমন্ত্রীকে কেউ কটূক্তি করলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। তাহলে খুনিরা ফেসবুকে স্ট্যাটাস দিলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার এবং গোয়েন্দা বিভাগের একাংশের মদদ ছাড়া এই হত্যাকাণ্ড সম্ভব নয়। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
আতিক/প্রবাস