নিখোঁজের ৬৩ দিন পর ভারতের শিলংয়ে উদ্ধার হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ট জারি করা হয়েছে। ইন্টারপোলের ঢাকা অফিস থেকে ভারতীয় পুলিশকে এই নোটিস পাঠানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে কলকাতার একটি দৈনিক। মেঘালয় পুলিশের মহাপরিচালক রাজীব মেহতাকে উদ্ধৃত করে কলকাতার ইংরেজি দৈনিক টেলিগ্রাফ বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।
রাজীব মেহতা টেলিগ্রাফকে বলেছেন, সালাহউদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলা থাকার কথা জানিয়ে ইন্টারপোলের ঢাকা ইউনিট থেকে ওই অনুরোধ পাঠানো হয়েছে।
টেলিগ্রাফকে তিনি বলেন, আমরা গতকাল (বুধবার) ভারতের সিবিআইয়ের মাধ্যমে ওই নোটিস হাতে পেয়েছি। আমরা ইতিমধ্যে সিবিআইকে আমাদের উত্তর দিয়েছি।
উল্লেখ্য, গত ১০ই মার্চ রাজধানী উত্তরার একটি বাড়ি থেকে সালাহউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যায়। দীর্ঘ ৬৩ দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে চোখ বেধে ফেলে দেয়া হয়। সেখানকার পুলিশ তাকে আটক করে হাসপাতালে ভর্তি করে। এখন তিনি শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
BNP Netara mutle o Interpol er matha kharap hoye jay…………r BAL holo dhowa tulshi pata!
Hossain Shahid Sarwardy liked this on Facebook.
Ashik Pria liked this on Facebook.
Koste Vora Sagor liked this on Facebook.
Anwar Bhuiyan liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.