টাঙ্গাইল: মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ ছাত্র আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে টাঙ্গাইল টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল আহম্মেদ, মোশারফ গ্রুপের প্রধান মোশারফ হোসেন ও রাশেদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খাদেমুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোশারফ ও মনির গ্রুপের মধ্যে বেশ কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এর জের ধরে বৃধবার বেলা ৩টার দিকে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দ্বিতীয় বর্ষের ছাত্র মোশারফ হোসেন, ফয়সাল আহম্মেদ ও রাশেদুল ইসলাম আহত হয়।
তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
One thought on “ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০”