সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের বলেছেন, ‘বিএনপি এতোদিন সালাহউদ্দিনকে নিয়ে নানান কথা বলেছিলো, সরকারেরও সমালোচনা করেছিলো। কিন্তু এখন প্রশ্ন জাগে, তিনি কী করে ভারতে গেলেন?’
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারলেন প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিনের স্ত্রীর দেয়া তথ্যে জানতে পারলাম, তিনি ভারতের মেঘালয় রাজ্যের একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। তবে মানসিক সমস্যা হওয়ার কারণেই তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সেদেশের পুলিশ সূত্রে জানা গেছে। এ ব্যাপারে সরকারের কাছে এর বাইরে আর কোনো তথ্য নেই।’
সালাহউদ্দিনের গোটা ব্যাপারটিই এখন রহস্যাবৃত। অচিরেই এ রহস্যের জাল খুলবে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কাজের অগ্রগতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘পদুয়ারবাজার রেলওয়ে ওভারপাসটি ইতিমধ্যেই সিংহভাগ কাজ সম্পন্ন হয়েছে। এখানে চারলেনের মধ্যে দু’টি লেন আগামী জুনে চালু হবে। বাকি দুই লেন ডিসেম্বরে চালু হবে।’
মন্ত্রী বলেন, ‘ঠিকাধারী প্রতিষ্ঠান পিবিএল কাজ মারাত্মক ধীরগতিতে করছে। আগামী ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারলে পিবিএল এর কার্যদেশ বাতিল করা হবে।’
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনের প্রকল্প, সড়ক ও জনপথ বিভাগ, হাইওয়ে পুলিশ এবং চারলেন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।
Hasena jane
Mukter Hossan liked this on Facebook.
Ahamed Alam liked this on Facebook.