চার বছর বার্সেলোনার কোচের দায়িত্ব পালন করেছিলেন পেপ গার্দিওলা। এই সময়ের মধ্যেই তার অধীনে ১৪টি ট্রফি জিতে কাতালান এই ক্লাবটি। তা সত্ত্বেও বার্সেলোনা ছেড়ে জার্মান ক্লাব বায়ার্নে যোগ দিয়েছিলেন তিনি। স্বপ্ন ছিল বায়ার্নকেও ট্রফি এনে দেওয়া। কিন্তু গত দু’বছর টানা দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে ব্যর্থ হন গার্দিওলা। তারই সাবেক ক্লাব বার্সেলোনার কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ে জার্মান এই ক্লাবটি।
তবে সেমিফাইনালে বার্সেলোনার কাছে হারলেও সাবেক শিষ্য লিওনেল মেসিতেই মজে রয়েছেন গার্দিওলা। তাইতো মেসিকে তিনি সর্বকালের সেরা ফুটবলার বলে অভিহিত করেছেন। সেমিফাইনালের দ্বিতীয় লেগের পর মেসি সম্পর্কে গার্দিওয়ালা বলেন, ‘মেসি আমার চোখে সর্বকালের সেরা ফুটবলার। ও পেলের মতোই৷ আমার ভালো লাগছে যে আমি ওকে কোচিং করাতে পেরেছিলাম। ও সেরা ফর্মেই ফিরে এসেছে। আমি চাইব বার্লিনে ওরা পঞ্চমবার ইউরোপীয়ান কাপ জিতুক।’
তিনি আরো বলেন, ‘আমরা অনেক চেষ্টা করালম কিন্তু পারলাম না। ম্যাচে রবেন ও রিবেরি ছিল না। কিন্তু কিছু করার নেই। তা মেনে নিতেই হবে। বড় দল এভাবেই হারে। আমাদের ঠিক সেটাই হল। কিন্তু আপাতত পরের মৌসুম শুরুর আগে বুন্দেস লিগা জয় উৎযাপন করতে চাই। আমরা চাইব কোথাও ছুটি কাটাতে যেতে। এবারের চেয়ে আগামী মৌসুমে আরো ভালো খেলবো এমনটাই আশা করছি।’
Mukter Hossan liked this on Facebook.
Tarek Rajen liked this on Facebook.
MD Razak liked this on Facebook.