বাংলাদেশে মোদির সফরসঙ্গী হতে পারেন মমতা

আগামী জুনে বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এতে চমক হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেননা ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি সম্পাদনে মোদির সফরসঙ্গী হতে পারেন তিনি।

১৯৭২ সালের ৯ মার্চ দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশি দেশের মধ্যে মৈত্রী চুক্তি সম্পাদিত হয়েছিল। পরে ১৯৭৭ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর নতুন করে আর এই চুক্তি হয়নি। আগামী মাসে ঢাকা সফরে সেই চুক্তিই সেরে ফেলতে চান মোদি। তাঁর সফরসঙ্গী হিসেবে আরও থাকতে পারেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা, সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। ফলে তাদের পাশাপাশি ওই মৈত্রী চুক্তির সাক্ষী থাকতে পারেন মমতাও।গত ৯ মে পশ্চিমবঙ্গ সফরে গিয়ে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে মমতার সঙ্গে সাক্ষাতকালে মোদি তাঁর ঢাকা সফরের পরিকল্পনার কথা মমতাকে জানান। মোদি চান মমতাও তাঁর সঙ্গে ঢাকা সফরের সঙ্গী হোক। মুখ্যমন্ত্রী এসময় প্রধানমন্ত্রীকে জানান, আগামী জুলাই মাসে চারদিনের সফরে তিনি লন্ডনে যাচ্ছেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় বাংলাদেশ সফরের দিনক্ষণ (এখনও পর্যন্ত ৬ জুন)  চূড়ান্ত করেন তবে মুখ্যমন্ত্রীও তাঁর সফরসূচী সাজাতে পারেন। তবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে এই ঢাকা সফরের বিষয়টি নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে পশ্চিমবঙ্গের সচিবালয় মারফত জানা গেছে।

২০১১ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সফরসঙ্গী হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, মেঘালয়ের মুখ্যমন্ত্রীর মুকুল সাংমা, কংগ্রেসের জোটসঙ্গী তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়সহ প্রতিবেশি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নাম থাকলেও রাজ্যের স্বার্থের প্রশ্ন তুলে শেষ মুহূর্তে সফর বাতিল করেন তিনি। এর পরের ঘটনা সকলেরই জানা। ফলস্বরূপ হিমঘরে স্থান পায় তিস্তা চুক্তি। এরপর তৎকালীন ইউপিএ সরকার শত চেষ্টা সত্ত্বেও সেই ক্ষত সারাতে সফল হয়নি। কিন্তু গত চার বছরে তিস্তা দিয়ে অনেক পানি অতিবাহিত হয়েছে। তৃণমূল কংগ্রেসও তাদের অবস্থান বদল করেছে। গত ফেব্রুয়ারী মাসে আন্তর্জাতিক ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ছিটমহল বিনিময় ও তিস্তা সমস্যা সমাধানের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নেবে বলে আশ্বাস দিয়েছিলেন মমতা।

২ thoughts on “বাংলাদেশে মোদির সফরসঙ্গী হতে পারেন মমতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *