জাতীয় সংগীত আমার সোনার বাংলাকে মোবাইলের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করায় গ্রামীণফোন এবং বাংলালিংককে ৬০ লাখ টাকা চ্যারিটেবল ডনেশন দিতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সাথে বাণিজ্যিকভাবে মোবাইলের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার না করতে হাইকোর্টের দেয়া রায়ও বহাল রাখা হয়েছে।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, জাতীয় সংগীতকে রিংটোন হিসেবে ব্যবহার না করতে ২০০৬ সালের ১১ ডিসেম্বর হাইকোর্টের আইনজীবী কালীপদ মৃধা হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত শুনানি শেষে রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার না করতে নির্দেশ দিয়ে রায় দেন। রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে রুলও জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ৫ আগস্ট হাইকোর্ট জাতীয় সংগীতকে রিংটোন হিসেবে ব্যবহার করাকে অবৈধ ঘোষণা করে রায় দেন। একই সঙ্গে গ্রামীণফোন, রবি (একটেল), বাংলালিংক কোম্পানির প্রত্যেককে ৫০ লাখ টাকা করে জরিমানা করেন। এ টাকাগুলো গ্রামীণফোনকে লিভার ইনস্টিটিউট হাসপাতাল, বাংলালিংককে জাতীয় কিডনি হাসপাতাল এবং রবিকে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে দাতব্য অর্থ হিসেবে দিতে বলেন।
এ রায়ের বিরুদ্ধে গ্রামীণফোন ও বাংলালিংক আপিল দায়ের করে। রবি কোনো আপিল করেনি। আদালত আপিলের চূড়ান্ত শুনানি শেষে আজ এ রায় দেন।
One thought on “গ্রামীণফোন-বাংলালিংককে ৬০ লাখ টাকা দিতে হবে”