পুলিশি হামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ জন আহতের প্রতিবাদে আগামী ১২ মে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন।
রবিবার বিকেল পৌনে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন থেকে এ ধর্মঘটের ডাক দেন।
এ সময় ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে আগামীকাল সোমবার বেলা ১টায় প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন। বিকেল ৪টায় প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্যের ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ।
উল্লেখ্য, পয়েলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে রোববার ডিএমপির কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশি বাধার মুখে এগোতে পারেনি ছাত্র ইউনিয়নসহ কয়েকটি প্রগতিশীল ছাত্রসংগঠন। পুলিশ বেধড়ক লাঠিপেটা করে তাদের হটিয়ে দেয়।
এ সময় ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক লাকি আক্তারসহ অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে বেশ কয়েকজন ছাত্রীও রয়েছেন।