ঢাকা: ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘ইসলামী শক্তির উত্থানে অপপ্রচারকারীরা দিশেহারা। নাস্তিক্যবাদী গোষ্ঠী ইসলামকে সহ্য করতে না পেরে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।’
শনিবার বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নগর উন্নয়ন আন্দোলন মনোনীত সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের নির্বাচন পরবর্তী পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সিটি নির্বাচন বর্জনের পরও ইসলামী আন্দোলনের সমর্থিত প্রার্থী রাজনীতিতে তৃতীয় শক্তির জানান দেয়ায় ওদের মাথা খারাপ হয়ে গেছে। সত্যিকার ইসলামী শক্তির উত্থানে ওরা দিশেহারা।’
মুফতি ফয়জুল করীম বলেন, ‘২৮ এপ্রিলের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে সীমাহীন অনিয়ম, ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেয়া এবং মারপিট করা হয়েছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার জাতির সঙ্গে তামাশা করা হলো যা সরকার জাতির সঙ্গে না করলেও পারতো।’
তিনি বলেন, ‘ইসলামের অবস্থা দেখে নাস্তিক্যবাদী শক্তিগুলো দিশেহারা। এখন ইসলামকে কীভাবে পিছিয়ে রাখা যায়, সে চিন্তায় বিভোর। কিন্তু নাস্তিক্যবাদী আস্ফালনে উলামায়ে কেরাম এখন বিচলিত হন না। যা আসলেই পীড়াদায়ক।’
ঢাকা দক্ষিণে অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন এবং উত্তরে অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে সভা দুটিতে বক্তব্য দেন দলের মহাসচিব অধ্যাপক আশরাফ আলী আকন। এছাড়াও বক্তব্য দেন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ আমিনুল ইসলাম, শায়খুল হাদীস মাওলানা মকবুল হোসাইন, দক্ষিণের মেয়র প্রার্থী আলহাজ আবদুর রহমান ও উত্তরের মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আলহাজ আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।